উপস্থিত সকল সদস্যদের মতামতের ভিত্তিতে আহবায়ক ও সদস্য সচিব নির্বাচন করা হয়। উক্ত নির্বাচনের দায়িত্ব পালন করেন বিওয়াইসিএফ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মোঃ আবু হাসান ও সাংগঠনিক সম্পাদক মোঃ ইমরান বন্দ।
নবগঠিত কমিটির আহবায়ক নির্বাচিত হয়েছেন মোঃ হোসেন আলী, সদস্য সচিব আব্দুল্লাহ আল রাহাত, যুগ্ম-আহবায়ক মোঃ ইমরান বন্দ, যুগ্ম-সদস্য সচিব সুমাইয়া হক, সাংগঠনিক সচিব মোঃ হাসিব শেখ ও সদস্য মোঃ সামিউল হক, শেখ আরিফুল ইসলাম শাওন, এশনা এমদাদ এশামনি, হারিজ মাহমুদ রাকিব, হোসনে তানউইর তূর্য, এস এম আব্দুল্লাহ আল জুবায়ের, মোঃ মেহেদী হাসান, সিনথিয়া আক্তার, মোঃ উসমান শেখ, আসমা উল হুসনা, ফারজানা খাতুন, নুসরাত জাহান ইমি, সাদমান সৌমিক নাঈম, নাফিসা কামাল নিশি, বৃষ্টি, প্রত্যয় সরকার, জেরিন আক্তার, সুমাইয়া আফরিন মুন্নি, হাফিজা আক্তার রুনা, জান্নাতুল ফেরদৌস মীম, সূচনা রায় তিতলী, এস. এম. মাশরাফি, শাহ রিয়াজ নাজীম, মোঃ রোহান খান, কাজী নাহিন উদ্দিন, সাদিয়া জাফর সহ মোট ৩১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হয়।
মতবিনিময় সভায় নতুন সদস্যদের মাঝে বিওয়াইসিএফ সম্পর্কে ধারণা উপস্থাপন এবং ভবিষ্যৎ কার্যক্রম বিষয়ে মতামত গ্রহন ও পরামর্শ প্রদান করা হয়।
জিইন/খুলনা২৪
.png)