যশোর শহরের পুলেরহাট এলাকায় বাসের ধাক্কায় মোটরসাইকেলে থাকা এক ব্যক্তি ও তার মেয়ে প্রাণ হারিয়েছেন। এ ঘটনায় একই পরিবারের আরও দুইজনসহ তিনজন আহত হয়েছেন। বৃহস্পতিবার সন্ধ্যায় যশোর-বেনাপোল মহাসড়কের পুলেরহাট চৌরাস্তা মোড়ে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর উত্তেজিত জনতা বাসটিতে অগ্নিসংযোগ করেন।
নিহতরা হলেন খুলনার খালিশপুর মুজগুন্নী এলাকার বাসিন্দা রুবেল হোসেন (৩৫) ও তার মেয়ে ঐশী (১০)। আহতদের মধ্যে রয়েছেন রুবেলের স্ত্রী জেসমিন (২৮), ছোট মেয়ে তায়েবা (৪) এবং পথচারী ওসমান আলী (১৯)। আহতদের যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে, আর নিহতদের মরদেহ একই হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, রুবেল হোসেন মোটরসাইকেলে স্ত্রী ও দুই মেয়েকে নিয়ে খুলনা থেকে শার্শায় শ্বশুরবাড়িতে যাচ্ছিলেন। পুলেরহাট চৌরাস্তা মোড়ে পৌঁছালে যশোরগামী একটি বাস মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে চারজনই রাস্তায় পড়ে গুরুতর আহত হন। ঘটনাস্থলেই ঐশীর মৃত্যু হয়, আর হাসপাতালে নেওয়ার পথে রুবেল হোসেন মারা যান।
দুর্ঘটনার পর ক্ষুব্ধ জনতা বাসটিতে আগুন ধরিয়ে দেয়। পরে আইনশৃঙ্খলা বাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
হাইওয়ে পুলিশের নাভারন থানার ওসি জানিয়েছেন, দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন এবং তিনজন আহত হয়েছেন। পুলিশ মামলার প্রস্তুতি নিচ্ছে এবং নিহতদের পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়েছে।
বাসটিতে কোনো যাত্রী ছিল না বলে জানা গেছে। চালক তার পরিবারের সদস্যদের নিয়ে বেড়াতে গিয়েছিলেন এবং ফেরার পথে এ দুর্ঘটনা ঘটে।