বাংলাদেশ বেতার, খুলনা কেন্দ্র চুক্তিভিত্তিক ভিত্তিতে বাংলা ও ইংরেজি সংবাদ অনুবাদক (বিধি মোতাবেক) পদে কিছুসংখ্যক জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আগ্রহী বাংলাদেশি নাগরিকদের কাছ থেকে নির্ধারিত শর্তসাপেক্ষে দরখাস্ত আহ্বান করা হয়েছে।
পদের বিবরণ:
-
পদের নাম: বাংলা ও ইংরেজি সংবাদ অনুবাদক (বিধি মোতাবেক)
-
পদের সংখ্যা: কিছুসংখ্যক
-
যোগ্যতা:১. কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়ের অনার্সসহ দ্বিতীয় শ্রেণির ডিগ্রি অথবা সমমানের ডিগ্রি।২. কম্পিউটার পরিচালনায় পারদর্শিতা এবং নির্ভুল বাংলা ও ইংরেজি টাইপে দক্ষতা।৩. সংবাদ অনুবাদে অভিজ্ঞতা থাকতে হবে।৪. সাংবাদিকতা বিষয়ে অন্তত মৌলিক প্রশিক্ষণের সনদ থাকতে হবে।৫. খুলনা মহানগরীতে বসবাসকারী হতে হবে।
আবেদনের শর্তাবলি:
১. আবেদনকারীর বয়স ২৫ মে ২০২৫ তারিখে ৪০ বছরের মধ্যে হতে হবে।
২. আবেদনপত্র পৌঁছানোর শেষ তারিখ ২৮ মে ২০২৫ খ্রিঃ।
৩. আবেদনপত্রের খামের উপর “আঞ্চলিক বেতার নিয়ন্ত্রক, আঞ্চলিক বেতার সংস্থা, বাংলাদেশ বেতার, খুলনা” বরাবর আবেদন পাঠাতে হবে এবং খামের উপরে “সংবাদ অনুবাদক পদের জন্য আবেদন” উল্লেখ করতে হবে।
৪. আবেদনপত্রের সাথে সদ্য তোলা দুই কপি পাসপোর্ট সাইজের ছবি, জাতীয় পরিচয়পত্রের ফটোকপি, শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা ও কম্পিউটার প্রশিক্ষণ সনদের সত্যায়িত ফটোকপি জমা দিতে হবে।
৫. লিখিত ও মৌখিক পরীক্ষার জন্য কোনো টিএ/ডিএ প্রদান করা হবে না।
আবেদনের ঠিকানা ও যোগাযোগ:
মোঃ নুরুল ইসলাম
আঞ্চলিক বেতার নিয়ামক
বাংলাদেশ বেতার, খুলনা
ফোন: ০৪১-৮৯০৩৮৮১
ই-মেইল: rcnkhulna@betar.gov.bd
বিস্তারিত জানতে ভিজিট করুন: www.betarnews.khulna.gov.bd